৭ যুবক স্বদেশে ফিরেছেন ভারতে কারাভোগ শেষে
যশোর প্রতিনিধি :: অবৈধ পথে ভারতে গিয়ে দুই বছর কারাভোগ করেছে বাংলাদেশের সাত যুবক। কারাভোগ শেষে দেশে ফিরেও এসেছেন তারা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তারা হলেন- রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান, জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী।
ফেরত আসা মজনু মিয়া জানান, ভালো কাজের আশায় তারা দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারত যান। ভারতের কেরালা প্রদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সময় পুলিশের হাতে ধরা পড়েন। আদালতের মাধ্যমে তাদের স্থান হয় জেলখানায়। কেরালার ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর কারাভোগ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফিরে আসে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির একপর্যায়ে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেছে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।