পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের মোট হজযাত্রীর মধ্যে ৮০.৬৩% ভিসা হয়েছে। ফলে ভিসা নিয়ে যে ঝুঁকির আশঙ্কা করা হয়েছিল, সেটি কেটে গেছে বলে মনে করছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
কোটা অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজে যেতে পারবেন ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোট হজযাত্রীদের মধ্যে অন্তত ৮০% ভিসা বুধবারের মধ্যে সম্পন্ন করার জন্য সৌদি সরকার জোর তাগিদ দেয়। না হয় বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ত। এ অবস্থায় যেসব এজেন্সি কাঙ্ক্ষিত মাত্রায় ভিসা করেনি, তাদের অতি জরুরি ভিত্তিতে আজকের মধ্যে ভিসা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
এরপর আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৮০% বেশি হজযাত্রীর ভিসা হওয়ার কথা জানায় ধর্ম মন্ত্রণালয়।
বিষয়টি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে বলা হয়, এর ফলে বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
বাকি ভিসাও দ্রুততম সময়ে করার জন্য এজেন্সিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।