২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯টি মামলা থেকে জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট। শুক্রবার (১৭ মার্চ) স্বশরীরে লাহোর হাইকোর্টে উপস্থিত হন ইমরান। তিনি তার বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদের ৮টি মামলা এবং একটি সাধারণ মামলায় জামিন আবেদন করেন।
এই নয়টি মামলার মধ্যে ৫টি দায়ের করা হয়েছে ইসলামাবাদে। আর বাকি ৪টি দায়ের করা হয়েছে লাহোরে।
জামিন নিতে শুক্রবার নিজ বাসভবন জামান পার্ক থেকে লাহোর হাইকোর্টে যান ইমরান খান। এ সময় তার গাড়ির বহরের সঙ্গে কয়েক হাজার সমর্থকও আদালত প্রাঙ্গন পর্যন্ত যান। তাদের হাতে ছিল লাঠি ও লোহার রড।
সন্ত্রাসবাদের মামলাগুলোর শুনানি হয় বিচারক তারিক সালিম শেখ এবং বিচারক ফারুক হাইদারকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে।
সন্ত্রাসবাদের অভিযোগে ইসলামাবাদে দায়ের হওয়ার ৫টি মামলায় আগামী ২৪ মার্চ এবং লাহোরে দায়ের হওয়া ৩টি মামলায় ২৭ মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন ইমরান। এছাড়া সাধারণ মামলাটিতেও ২৭ মার্চ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে জামিন দেন বিচারক তারিক সালিম শেখ।
এর আগে শুক্রবারই ইসলামাবাদ হাইকোর্টে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের বিরুদ্ধে হওয়া অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়।
আগামীকাল শনিবার তোষাখানার মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতে উপস্থিত হবেন ইমরান। ওই মামলা নিয়ে কাল শুনানি হবে।
ইমরান খানকে জামিন দেওয়ার পর তার আইনজীবি ফাওয়াদ বিচারক তারিক সালিমকে উদ্দেশ্যে বলেছেন, ‘আপনার কারণে আজ লাহোরের মানুষের জীবন বেঁচে গেল।’
সূত্র: জিও টিভি