২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুয়েতি কর্তৃপক্ষ ২০২৩ সালের শুরু থেকে ৯ হাজার প্রবাসীকে কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। স্থানীয় মিডিয়ার বরাতে এই তথ্য পাওয়া গেছে।
কুয়েতের সংবাদপত্র আল-কাবাসে প্রকাশিত এক বিবৃতিতে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আদালতের রায় অনুসরণ করে প্রবাসীদের বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মাদক সংক্রান্ত অপরাধের কারণে অনেক প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। গত তিন মাসে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এছাড়া অনেক শ্রমিককে কুয়েতে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি শ্রম আইন লঙ্ঘনের কারণে ফেরত পাঠানো হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী তালাল আল-খালেদের নির্দেশে এসব প্রবাসী কর্মীদের ফেরত পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েতের আইন মেনে চলেন না এমন কোনো প্রবাসীকে তেল সমৃদ্ধ এই দেশটিতে থাকতে দিতে রাজি নন তিনি। মাত্র ৩০ দিনের মধ্যে ৩ হাজার কর্মী বিতাড়িত করা হয়।
বিতাড়িত শ্রমিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর ফিলিপিনো এবং শ্রীলংকার নাগরিক রয়েছে। বিতাড়িত আরব শ্রমিকদের মধ্যে মিশরীয়রা চতুর্থ স্থানে আছে। কুয়েতে কর্মরত বিদেশি শ্রমিকদের ২৪ শতাংশই মিশরীয় নাগরিক।
এদিকে ৪ হাজার নারী কর্মীকেও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ডিপোর্টেশন সেন্টারে বর্তমানে ৭০০ জন নারী এবং পুরুষ কর্মী রয়েছে। প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার পর পরবর্তী ১০ দিনের মধ্যে তাদের ফেরত পাঠানো হবে।
সূত্র: দ্য নিউ আরব