১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলে প্রতি হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, লেবাননে যেকোনো ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, বিষয়টিকে ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুশিয়ারি উচ্চারণ করেন হিজবুল্লাহ প্রধান।
ইমাদ মুগনিয়াসহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ ভাষণ দেন তিনি।
হাসান নাসরুল্লাহ বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইসরাইলকে এমন পরিণতি দেখতে হবে যা তারা ১৯৪৮ সালের পর আর কখনও দেখেনি। কাজেই আগুন নিয়ে খেলা বন্ধ করো। আমরা প্রতিরোধ করতে এবং শহীদ হয়ে যেতে প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, হিজবুল্লাহ সামরিক সংঘাত চায় না তবে সংঘাতে যেতে বাধ্য করলে অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে লেবানন সীমান্তের কাছে সামরিক মহড়া চালায় ইহুদিবাদী ইসরাইল। ওই মহড়াকে যুদ্ধের উসকানি বলে মন্তব্য করেন লেবাননের প্রতিরোধ সংগ্রামের এই নেতা।
/এএ