অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি

অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা দেড়মাস তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বাগেরহাটের মোংলায় ঝরেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। শুক্রবার (৩ মে) বিকাল সোয়া ৪টার দিকে হিমেল বাতাসের সঙ্গে শহরজুড়ে মেঘ ভেঙে বৃষ্টি নামে।

এর আগে দুপুরের পর থেকে মোংলার আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাতে দেখা যায়। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকাল ৫টার মধ্যেই থেমে যায়।

দুপুরের পর আকাশে কালো মেঘ দেখে বৃষ্টির আভাস পাচ্ছিলেন গরমক্লিষ্ট এ শহরের মানুষরা। তাই মেঘের ডাক শুনে অনেকের মন আনন্দ নেচে ওঠে। বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিতে থাকেন কেউ কেউ। পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটের বাসিন্দা জুলফিকার আলী, হাফিজুর রহমান ও ইদ্রিস ইমন বলেন, ‘টানা দেড় মাস তীব্র তাপপ্রবাহ এর আগে কখনও পড়েনি। বৃষ্টির জন্য ইসতিসকার নামাজও আদায় করেছি। অবশেষে শুক্রবার বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে কিছু সময় ভিজে শরীরটা ঠান্ডা করে নিয়েছি।’

পৌর শহরের মিয়াপাড়ার বাসিন্দা মনিরুল হায়দার ইকবাল বলেন, ‘দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল। সারা দেশের মানুষের মতো আমরাও বৃষ্টির অপেক্ষায় ছিলাম। অবশেষে স্বস্তির বৃষ্টি নামায় কিছুটা প্রশান্তি আসে।’

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারন অর রশিদ বলেন, ‘চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার তথ্য আগেই দিয়েছি। আজ মোংলায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বৃষ্টি নামায় মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন এখানকার বাসিন্দারা।’

সূত্র: বাংলা ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *