আন্তর্জাতিক কনফারেন্সে মিশরে যাচ্ছেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ

আন্তর্জাতিক কনফারেন্সে মিশরে যাচ্ছেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ

আন্তর্জাতিক কনফারেন্সে মিশরে যাচ্ছেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ

পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: মিশরের প্রাচীন গবেষণাগার জমিয়াতুল মাকনাজ আল ইসলামী এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশের রঈস ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ ও মুফাসসির মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

তিনি মিশরে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২০ শনিবার, রোববার ও সোমবার ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

আল আজহার ইউনিভার্সিটি অডিটোরিয়াম (উন্দুলুস হল) এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

‘তাহকিকুল মাখতুতাত আল হাদিসিয়্যাহ’ সংশ্লিষ্ট প্রায় দশটি বিষয়ের ওপর তিন দিনব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে মিশরের প্রাচীন গবেষণাগার জমিয়াতুল মাকনাজ আল ইসলামী এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়।

সেমিনারে আলোচনা করবেন, শাইখুল আজহার ও আজহারের ভাইস চ্যান্সেলর ড. আহমাদ তীব, বিশ্ববরেণ্য বর্ষীয়ান মুহাক্কিক ও মাখতুতাত বিশেষজ্ঞ ডক্টর বাশ্যার আল আওয়াদ, প্রাক্তন শাইখুল আযহার ডক্টর আহমাদ উমার হাশেম, প্রাক্তন গ্র্যান্ড মুফতি ডক্টর আলী জুম’আসহ বিশ্ববরেণ্য মুহাদ্দিস, মুহাক্কিক গবেষক ও ইসলামী স্কলারগণ।

সেমিনার শেষে মিশরের বিখ্যাত গবেষণার, গ্রন্থাগার পরিদর্শন ও বিখ্যাত ইসলামী স্কলারদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সৌদি এয়ারলাইনসের বিমানে শেখ আরিফ উদ্দিন মারুফ দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *