আয়া সোফিয়ায় ১৩৬ হাফেজের সমার্বতন অনুষ্ঠান

আয়া সোফিয়ায় ১৩৬ হাফেজের সমার্বতন অনুষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রথম বারের মতো তুরস্কের ঐতিহ্যবাহি আয়া সোফিয়া মসজিদে হাফেজদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) ইস্তাম্বুলের বিখ্যাত ইমাম হাতিপ স্কুল থেকে পবিত্র কোরআন হেফজ সমাপনকারী ১৩৬ হাফেজদের নিয়ে তা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ তুরস্কের সর্বোচ্চ পরিষদের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

৮৬ বছর পর প্রথম বারের মতো ইস্তাম্বুলের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় পবিত্র কোরআনের হাফেজদের সমার্বত অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট এরদোয়ান ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতায়ি, সংসদীয় প্রধান মুস্তফা শানতুব, সুদানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুহাম্মাদ হামদান দাকলু ও তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ড. আলি আরবাসসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

আয়া সোফিয়ায় অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে এরদোয়ান নিজেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরদোয়ানের কোরআন তেলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই প্রচার হয়।

১৩৬ জন পবিত্র হাফেজদের মধ্যে এরদোয়ানের নাতি উমর তায়্যিব আছেন। নাজমুদ্দিন বিলালের ছেলে উমর তায়্যিব এবার পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। এছাড়াও সংসদীয় প্রধান মুস্তফা শানতুবের ছেলে উমর আসেম শানতুব হেফজ সমাপনকারীদের মধ্যে আছেন।

ইস্তাম্বুল চেম্বার অব কমার্স অধিভূক্ত মারমারা আনাতোলিয়া হাই স্কুল ফর ইমাম এন্ড প্রিসার্চ তুরস্কে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী শিক্ষা প্রসারে ব্যাপকভাবে কাজ করে। তুরস্কের এ প্রতিষ্ঠানগুলো ইমাম হাতিপ স্কুল নামে পরিচিত।

সূত্র : ডেইলি সাবাহ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *