ইউরোপে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ইউরোপে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ইউরোপে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: এখন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড লিখতে হয়। করোনার তাণ্ডবে ইউরোপ জুড়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বে আতঙ্ক ছড়ালেও রীতিমতো তাণ্ডব শুরু করেছে ইউরোপের দেশগুলোতে। এ অঞ্চলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে রোববার। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউরোপের অন্তত তিনটি দেশে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিন শুধু ইতালিতেই প্রাণ হারিয়েছেন ৩৬৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জন। এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন। ফলে বর্তমানে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭ জন।

করোনাভাইরাসে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেন। রোববার সেখানে প্রাণ হারিয়েছেন ৯৭ জন, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জন।

ফ্রান্সে একদিনে মারা গেছেন আরও ২৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৯২৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ এবং আক্রান্ত ৫ হাজার ৪২৩ জন।

এদিন সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যেও। রোববার দেশটিতে করোনায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৫১ জনের শরীরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯১ জন।

গত ২৪ ঘণ্টায় সুইজারল্যান্ডে নতুন রোগী বেড়েছে অন্তত ৮০০ জন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে, আর মৃতের সংখ্যা ১৪ জন।

রোববার জার্মানিতে নতুন রোগী বেড়েছে ১ হাজার ২১৪ জন, মারা গেছেন দু’জন। দেশটিতে এ পর্যন্ত মোট ৫ হাজার ৮১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১।

আক্রান্তের সংখ্যা বেড়েছে অস্ট্রিয়াতেও। এদিন দেশটিতে নতুন করে অন্তত ২৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জন। সেখানে প্রাণ হারিয়েছেন একজন।

পোল্যান্ডে নতুন রোগী ২১, মোট ১২৫; লিথুনিয়ায় নতুন পাঁচ, মোট ১৪; আয়ারল্যান্ডে নতুন ৪১সহ মোট আক্রান্ত হয়েছেন ১৭০ জন।

নেদারল্যান্ডসে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আটজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭৬ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জন।

ডেনমার্কে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জন। সেখানে মারা গেছেন দু’জন।

লুক্সেমবার্গে নতুন ২৬ জনসহ মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৭ জন, মারা গেছেন একজন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে শুরু হয়ে এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৫৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন, প্রাণ হারিয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৭৭ হাজার ৭৫৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *