উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের সশস্ত্র দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

শনিবার (০৮ মার্চ) উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ রফিক (৩৩) উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের সন্তান।

স্থানীদের বরাত দিয়ে আরিফ হোছাইন আরও বলেন, রাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে ওই রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি জানার পর এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যান বলে জানান ওসি।

আরিফ হোছাইন আরও বলেন, খবর পেয়ে ক্যাম্পের হাসপাতাল থেকে ওই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকের ডান পাশে গুলির আঘাত লেগেছে। প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ঘটেছে বলে তথ্য পেলেও, প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরিফ আরও বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles