এই প্রথম বাংলাদেশকে ভ্যাট দিল মাইক্রোসফট

এই প্রথম বাংলাদেশকে ভ্যাট দিল মাইক্রোসফট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও বাংলাদেশকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে। ফেসবুক, গুগল ও আমাজনের পর প্রথমবারের মতো মাইক্রোসফট ২ কোটি ১০ লাখ টাকা ভ্যাট দিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, মাইক্রোসফট গত জুলাই মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেয়। এর পর গতকাল বুধবার তাদের সেবা বিক্রির বিপরীতে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দেয় প্রতিষ্ঠানটি। অবশ্য ভ্যাটের রিটার্ন জমা দিতে সময় চেয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে মাইক্রোসফটের বিলের টাকা বিদেশে পাঠাতে হয়। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলে সেই বিলের টাকা পাঠানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট হিসেবে কেটে রাখা হয়। ভ্যাট হিসেবে কেটে রাখা ২ কোটি ১০ লাখ টাকা বাংলাদেশ সরকারের কোষাগারে জমা দেয়া হয়েছে।

এদিকে, অনাবাসিক প্রতিষ্ঠান হিসেবে গুগল, ফেসবুক ও আমাজন আগের মাসগুলোর ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বর মাসেও ভ্যাট দিয়েছে। ফেসবুকের তিনটি সহযোগী প্রতিষ্ঠান মোট ২ কোটি ৫৬ লাখ ১ হাজার ৬১৪ টাকা ভ্যাট দিয়েছে। এ ছাড়া চলতি মাসে ১ কোটি ৭০ লাখ জমা দিয়েছে বিশ্বের আরেক টেক জায়ান্ট গুগল এশিয়া প্যাসিফিক। পাশাপাশি ৩৪ লাখ ৭১ হাজার ৮৪৬ টাকা ভ্যাট দিয়েছে বৈশ্বিক ই–কমার্স ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *