করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রোববার (১২ ডিসেম্বর) তার নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়।

রামাফোসা রাজধানী কেপটাউনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের।

করোনা শনাক্ত হওয়ার পর সিরিল রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের কার্যনির্বাহী দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে অর্পণ করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, রোককার সকালে কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউডি ক্লার্কের সম্মানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে ফেরার পর অসুস্থবোধ করেন রামাফোসা।

নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। তিনি দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসাধীন বলে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। ধরনটির প্রকোপে দেশটিতে সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ দেখা দিয়েছে। এ পর্যন্ত দেশটির মাত্র ২৫ শতাংশের বেশি মানুষ কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *