করোনায় ঝরল আরও ৭ প্রাণ, নতুন আক্রান্ত ৭০৯

করোনায় ঝরল আরও ৭ প্রাণ, নতুন আক্রান্ত ৭০৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৬ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জন।

এছাড়া নতুন করে ১৯১ জনসহ মোট ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার (০৮ মে) বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন পুরুষ ও দুজন নারী। এছাড়া এই সময়ের মধ্যে ১৯১ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *