ঘূর্ণিঝড় ‘ফণী’ থেকে বাঁচতে তাওবার আহ্বান আল্লামা মাসঊদের

ঘূর্ণিঝড় ‘ফণী’ থেকে বাঁচতে তাওবার আহ্বান আল্লামা মাসঊদের

ঘূর্ণিঝড় ‘ফণী’ থেকে বাঁচতে তাওবার আহ্বান আল্লামা মাসঊদের

পাথেয় রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র কবল থেকে মহান আল্লাহ তায়ালাই প্রকৃত ভরসা উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সব ভয়াবহ পরিস্থিতিতেই বান্দাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। দেশব্যাপী সব মুসলমানদেরই উচিত ইস্তেগফার পড়া। তওবা করা। তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা।প্রবলতর শক্তিমান ঘূর্ণিঝড় ‘ফণী’কে দুর্বল করে দিতে পারেন একমাত্র মহান আল্লাহ তাআলা।

ব্যাপক জনসচেতনতাও জরুরি বিষয় উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, গ্রামের সাধারণ মানুষ, সাধারণ একজন পাহাড়ি তার প্রতিদিনই কাজ করতে হয়। মাছ ধরতে হয়। যেতে হয় ক্ষেতে খামারে। এসব কর্মজীবী ও কৃষিজীবী মানুষদের সচেতন করার দায়িত্ব সরকারের এবং সচেতন মানুষদের। প্রত্যেক মানুষের কানে যেনো এই ভয়াবহ ঘূর্ণিঝড় ফণীর ধেয়ে আসার বিষয়টি অজানা না থাকে। আক্রান্ত হওয়ার আগে সচেতন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইস্তেগফারের সঙ্গে সঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী যেসব এলাকায় বয়ে যেতে পারে সেসব এলাকার মানুষদের যথাসম্ভব নিরাপদ এলাকায় আশ্রয়স্থলে নিয়ে আসতে হবে।

বাংলাদেশ জমিয়তুল উলামার খুলনা, বাগেরহাট, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ সম্ভাব্য এলাকাগুলোর দায়িত্বশীলদের তৎপর থাকার আহ্বান জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সব বিপদে, দুঃসময়ে আলেমদেরকেই জনগণের পাশে থাকতে হবে। জমিয়তুল উলামার প্রত্যেক সদস্যকে জনসেবার জন্য প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, সিডরের সময়ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদের তত্ত্বাবধানে প্রচুর পরিমাণ ত্রাণ বিতরণ করা হয় খুলনা, বাগেরহাট অঞ্চলে।

সব বিপর্যয়েই মহান আল্লাহর দরবারে ফিরে আসার আহ্বান জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের সচেতন হওয়ার পাশাপাশি মহান আল্লাহর দরবারে তওবা করতে হবে। মাঠে, ঘাটে, মসজিদে, মাদরাসায়, অফিস আদালতসহ আমরা যেখানেই থাকি সেখানেই তাওবা করতে হবে। তওবা করে মহান আল্লাহর কাছেই আমাদের অক্ষমতার আরজি পেশ করতে হবে। মহান আল্লাহই সব ব্যবস্থা করে দিতে পারেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র কবল থেকে মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন। লন্ডন সফররত প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মাধ্যমে দেশবাসীর প্রতি এ আহ্বান করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।তিনি বলেন, আল্লাহ যেন দেশবাসীকে রক্ষা করেন, সেজন্য শুক্রবার (৩ মে) বাদজুমা মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আমল করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *