চেনা রূপে ফিরছে রাঙামাটি

চেনা রূপে ফিরছে রাঙামাটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্থিরতা, ভয় ও আতঙ্ক কাটিয়ে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। ১৪৪ ধারা ও গণপরিবহনের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য এই জেলা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের একমাত্র পরিবহন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও শপিংমল।

রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবনের বাস চলাচল করলেও রাঙামাটি থেকে খাগড়াছড়ির কোনও বাস ছেড়ে যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গণপরিবহনের সংখ্যাও বাড়ছে।

তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। স্থানীয়রা মনে করেন, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে একদম আগের মতো অবস্থায় ফিরবে রাঙামাটি।

তবে সংঘাত ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ডাকা শনিবার থেকে ৭২ ঘণ্টার অরবোধ চলমান রয়েছে। যা শেষ হবে আজ। অবরোধের কারণে সাজেকে আটকে আছে আট শতাধিক পর্যটক। অবরোধ প্রত্যাহার হলেই ফিরিয়ে আনা হবে পর্যটকদের জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

 

Related Articles