জয়পুরহাট জেনারেল হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীসহ স্বজনরা

জয়পুরহাট জেনারেল হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীসহ স্বজনরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের অফিসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে হাসপাতালের দ্বিতীয় তলায় নারী ওয়ার্ডের পাশে তত্ত্বাবধায়কের অফিস কক্ষে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে কক্ষের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা। এ সময় আগুন আতঙ্কে হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডের রোগীরা দ্রুত হাসপাতালের বেড ছেড়ে বাইরে চলে আসেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, আগুন লেগে আমার কক্ষের পর্দা পুড়েছে। এছাড়া অন্য কোনো ক্ষতি হয়নি। ধোঁয়ার কারণে ওয়ার্ডের রোগীরা আতঙ্কে বাইরে চলে গিয়েছিল। পরে তারা আবার বেডে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ড রয়েছে। রাতে ওয়ার্ডের সামনে রোগী ও তাঁদের স্বজনেরা ছিল। ওয়ার্ডের একপাশে তত্ত্বাবধায়কের অফিস কক্ষ আছে। হঠাৎ রাত ১টার পর ওই কক্ষে আগুন জ্বলে ওঠে। আতঙ্কে ওয়ার্ডের রোগীরা দ্রুত নিচে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তবে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

হাসপাতালে থাকা রোগীর স্বজন জাকারিয়া বলেন, রাতে আমিও দ্বিতীয় তলায় রোগীর সঙ্গে ছিলাম। রাত একটার পর হঠাৎ ওই কক্ষে আগুন দেখতে পাই। আমরা আগুন দেখে ভয়ে রোগীকে নিয়ে নিচে নেমে আসি। পরে আগুন নিভিয়ে ফেললে আবার ওপরে গিয়ে শুয়ে পড়ি।

জয়পুরহাট  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, আমরা  রাত ১টা ১৫ মিনিটে হাসপাতালে আগুন লাগার খবর পেয়েছি। দুটি ইউনিট দ্রুত এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *