জাতীয় দলকে সংবর্ধনা দেবে দুদক

জাতীয় দলকে সংবর্ধনা দেবে দুদক

নিজস্ব ন্ততিবেদক ● শততম টেস্টে জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা ও ক্রিকেটারদের দুর্নীতি বিরোধী প্রচারণায় সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৬ এপ্রিল দুদক অডিটোরিয়ামে তাদের সংবর্ধনা দিবে কমিশন। মঙ্গলবার দুদকের এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, গত ১৯মার্চ শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল শততম টেস্টে জয় ছিনিয়ে আনে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, সমাজে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের গ্রহণযোগ্যতা অনেক। ক্রিকেটাররা দুর্নীতিবিরোধী কাজে এগিয়ে এলে তরুণ প্রজন্মের মধ্যেও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে উঠবে।

তাদেরকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে দুর্নীতিবিরোধী কাজে এবং প্রচারণায় তাদের সম্পৃক্ত করার কাজ শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট দলের ২০খেলোয়াড় ছাড়াও ম্যানেজার, কোচিং স্টাফসহ মোট ২৫ জনকে এ সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনায় খেলোয়াড়দের জন্য ক্রেস্ট ও ফুলের তোড়া এবং ক্রিকেট বোর্ডের জন্য আলাদাভাবে বড় একটি ক্রেস্ট প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *