জাপানে জরুরি অবস্থার ঘোষণা

জাপানে জরুরি অবস্থার ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাপানের রাজধানী টোকিওসহ আরও তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ২৫ এপ্রিল থেকে আগামী ১১ মে পর্যন্ত এই জরুরী অবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের প্রধানমন্ত্রী ইউশিদে সুগা বলেছেন, আমরা টোকিও, কিয়টো, ওসাকা ও হিয়োগো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। এ পদক্ষেপ ২৫ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বহাল থাকবে।

এ সময়ে পানশালা, রেস্তোরাঁ, কারাওকে বার ও পাচিঙ্কো পার্লারের মতো বিনোদনমূলক প্রতিষ্ঠানসহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোও বন্ধ রাখতে হবে। কেউ এই নির্দেশনা না মানলে শাস্তি দেওয়া হবে।

এদিকে টোকিওয় অলিম্পিক গেমসের আসর বসবে তিন মাস পরই। তার আগে এই পদক্ষেপ নেওয়ায় করোনাভাইরাস সংক্রমণ বাগে আনা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন সুগা।

অলিম্পিকের মাত্র তিন মাস আগে বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে এই জরুরি অবস্থা ঘোষণা করলো দেশটি।তবে অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট সেইকো হাশিমোতো জানিয়েছেন, ‘আশা করছি পরিস্থিতি খুব শীঘ্রই উন্নতি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *