জাপানে তাপমাত্রার রেকর্ড ৩০ জনের প্রাণহানি

জাপানে তাপমাত্রার রেকর্ড ৩০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে বইছে তাপদাহ। দেশটিতে উচ্চ তাপমাত্রায় গত কয়েকদিনে ৩০ জনের প্রাণহানি ঘটেছে এবং দেশটির বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার জাপানের মধ্যাঞ্চলে তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। কিয়োটো শহরে গত সাতদিন এক নাগাড়ে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কর্মকর্তারা সাধারণ লোকজনকে হিটস্ট্রোক এড়ানোর জন্য পর্যাপ্ত পানি এবং শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকার উপদেশ দিচ্ছেন।

এদিকে ২০২০ সালে টোকিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তখনও এই রকম গরম অনুভূত হবে। এই রকম তাপমাত্রার পরিপ্রেক্ষিতে অলিম্পিক খেলা নিয়ে ভাবছেন দেশটির কর্মকর্তারা।

অলিম্পিক পরিদর্শক দলের প্রধান জন কোটস গত সপ্তাহ টোকিওতে ছিলেন। তিনি বলেন, এই তাপমাত্রা হবে অলিম্পকিস সংগঠকদের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *