জামিয়া জিরির নতুন নাবিক মাওলানা খুবাইবকে শুভ কামনা

জামিয়া জিরির নতুন নাবিক মাওলানা খুবাইবকে শুভ কামনা

জামিয়া জিরির নতুন নাবিক মাওলানা খুবাইবকে শুভ কামনা

সগীর আহমদ চৌধুরী :: আমার সহপাঠীদের মধ্যে অন্যতম উজ্জ্বল বন্ধু তিনি। ছাত্রজীবনে তাঁকে পড়াশোনায় খুব মেহনতি, পরিশ্রমী ও অধ্যবসায়ী হিসেবে দেখেছি। তিনি সম্ভবত আবু দাউদের মতন পড়তেন। সোজাসাপ্টা কথা বলতেন, তবে মিশুক ছিলেন, ছিলেন অমায়িক। জামিয়া জিরির মতো বৃহত্তর ও ঐতিহ্যবাহী একটি মাদরাসার মহাপরিচালক ও দেশের একজন শীর্ষ আলেমের সাহেবজাদা হওয়া সত্ত্বেও ‘সাহেবজাদাসুলভ’ ঔদ্ধত্য তাঁর মাঝে আমি কখনো দেখিনি; কারো সাথে দুর্ব্যবহার, তুচ্ছ-তাচ্ছিল্য ও অবজ্ঞা এসব তাঁর মধ্যে ছিল না কখনো। ছোট-বড় সবার সাথেই ভালো আচরণ করতেন, পরোপাকারী ছিলেন। একারণে সাহেবজাদাদের বিষয়ে যেসব সমালোচনা আছে সেই ধরনের বিতর্ক বা সমালোচনা তাঁকে নিয়ে নেই বললেই চলে।

জামিয়া জিরিতে পড়াশোনাকালে আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের সভাপতি ছিলাম। স্বাভাবিকভাবে ছাত্রদের ওপর আমার যেকোনো নির্দেশনার একটি প্রভাব ছিল। সেই বছর জিরি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। জনৈক চেয়ারম্যান প্রার্থীর সাথে ছাত্রআন্দোলনেরই কিছু সদস্য-কর্মিদের আত্মীয়তার সম্পর্ক ছিল। সেই সূত্রে তাঁরা আমার সাথে যোগাযোগ করলেন যেন জামিয়া জিরির ভোটার ছাত্রদের ভোট তার পক্ষে যেতে আমি পদক্ষেপ গ্রহণ করি। আমি স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে তাঁর পক্ষে কাজ করতে নির্দেশনা দেই। কিন্তু ব্যাপারটি মাদরাসার স্বার্থের সাথে কিছুটা হানিকর ছিল কিছুটা। খুবাইব ভাই ব্যাপারটি জেনে আমার সাথে যোগাযোগ করেন, কোনো ধরনের চাপ, অসৌজন্য ও শক্ত কথা তিনি বলেননি, শুধু মাদরাসার স্বার্থসংশ্লিষ্টতার বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন। ফলে আমরা সিদ্ধান্ত প্রত্যাহার করি, পরে তাঁর সমর্থিত প্রার্থী বিপুলভাবে জিতেন।

খুবাইব ভাইয়ের প্রশাসনিক দক্ষতা বেশ ভালো, দক্ষ ও প্রাজ্ঞ পিতার সহযোগী হিসেবে দীর্ঘ সময় কাটানোয় তিনি মাদরাসা পরিচালনায় প্রয়োজনীয় অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলেই আমার বিশ্বাস। আমি আশা করি, তাঁর নেতৃত্বে ও পরিচালনায় জামিয়া জিরি তার ঐতিহ্য বজায় রাখবে এবং উত্তরোত্তর সফলতা অর্জন করবে। উল্লেখ্য যে, জামিয়া জিরি একটি ওয়াকফ সম্পদ। ওয়াসিয়ত অনুযায়ী এ প্রতিষ্ঠানের পরিচালক হবেন তাঁদেরই পরিবারের কেউ। কাজেই হযরত শাহ মুহাম্মদ তৈয়ব (রহ.)-এর পরিবারের মধ্যে মাওলানা খুবাইব হচ্ছেন একজন দক্ষ, অধিকতর যোগ্য ও বিচক্ষণ ব্যক্তি। আশা করি, আল্লাহর রহমতে তাঁর পরচালনায় মাদরাসাটি ব্যাপক সাফল্য লাভ করবে।

লেখক : কলামিস্ট ও গবেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *