জেলবন্দীদের জমিয়তে উলামা হিন্দের শীতবস্ত্র বিতরণ

জেলবন্দীদের জমিয়তে উলামা হিন্দের শীতবস্ত্র বিতরণ

জেলবন্দীদের জমিয়তে উলামা হিন্দের শীতবস্ত্র বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (নয়াদিল্লী) : ভারতে নয়াদিল্লীর কেন্দ্রীয় কারাগারে ৫৬০ জন জেলবন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জমিয়তে উলামা হিন্দের একটি প্রতিনিধি দল।

ভারতে ডেইলি পত্রিকা হামারা সমাজের প্রকাশিত খবর সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দের প্রতিনিধি দলের প্রধান, সাহরানপুর জেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মাদানী জেলবন্দীদের শীতবস্ত্র বিতরণ করেন। তখন তিনি বলেন, জমিয়তে উলামা হিন্দ খেদমতে খালকের সংগঠন, কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সংগঠন নয়। জমিয়ত মানুষের মধ্যকার বৈষম্য দূর করে সব মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করতে চায়। সমাজের সর্বনিম্ন স্তরের মানুষকেও তার সামাজিক ও মানবিক অধিকার দিতে চায়।

মানুষের প্রয়োজন পূরণের জন্যই জমিয়তে উলামা হিন্দ মন্তব্য করে সাহরানপুর জমিয়তের জেলা সভাপতি বলেন, জমিয়তে উলামা হিন্দ শুধুই কোন রাজনৈতিক সংগঠন নয় বরং জমিয়তের সব কার্যক্রম দ্বীন ও ইসলাম ধর্মের অংশ। জমিয়তে উলামা হিন্দ মানুষের বিপদে আপদে মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে চায়। তারা মানুষের প্রয়োজন পূরণের চেষ্টা করতে চাও। মানুষের প্রয়োজন পূরণের জন্যই জমিয়তে উলামা হিন্দের প্রতিষ্ঠা।

৬ জানুয়ারি রোববার নয়াদিল্লীর কেন্দ্রীয় কারাগারে জেলবন্দীদের শীতবস্ত্র বিতরণের সময় সাহরানপুর জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মাদানী এসব কথা বলেন।

জমিয়তে উলামা হিন্দ সূত্র থেকে জানা যায়, ৫৬০ জন জেলবন্দীদের মাঝে অনেকেই বিধর্মী ছিলেন, তাদেরকেও শীতবস্ত্র দেয়া হয়েছে। শীতবস্ত্র হিসেবে কম্বল, চাদর ও শীত বিভিন্ন জামা-কাপড় তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

মাওলানা হাবিবুল্লাহ মাদানী বলেন, জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী আমাদেরকে বলে পাঠিয়েছেন, ‘তোমরা সবসময় মনে রাখবে, জেলবন্দীরাও মানুষ। তোমাদের যেমন শীত নিবারণের জন্য শীতবস্ত্রের প্রয়োজন হয়, তেমনই তাদেরও প্রয়োজন হয় শীতবস্ত্রের বরং তাদের আরো বেশি প্রয়োজন হয়। জেলবন্দীদেরকে আমার সালাম জানাবে এবং মুসলিম উম্মাহের জন্য দুআ করতে বলবে।’
নয়াদিল্লীর কেন্দ্রীয় কারাগারে জেলবন্দীরদের মাঝে শীতবস্ত্র বিতরণে জমিয়তে উলামা হিন্দের প্রতিনিধি দলে ছিলেন জমিয়তে উলামা হিন্দ সাহরানপুর জেলার সভাপতি মাওলানা হাবিবুল্লাব মাদানী, জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি কারী নেসার আহমদ, মাওলানা সাজিদ কাসেমী, মাওলানা ইসমাঈল হোসাইন, মাওলানা জামিল কাসেমী, মাওলানা আসরারুল্লাহ আজমিরী প্রমুখ।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, উর্দু ডেইলি পত্রিকা, দিল্লি
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *