তরুণ লেখকদের মধ্যে সৃজনশীলতা আছে : আল্লামা মাসঊদ

তরুণ লেখকদের মধ্যে সৃজনশীলতা আছে : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : তরুণদের মধ্যে সৃজনশীলনতা কাজ করে বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, পাথেয় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, তরুণদের লেখায় সৃষ্টিশীলতা বিদ্যমান। তাদের ভেতর থেকে নতুন নতুন সৃজনশীলন লেখা বেরিয়ে আসে। তবে তাদের মধ্যে পরিণত অবস্থা না-ও আসতে পারে। সৃজনশীলন সময়ে তরুণদের বেশি বেশি লেখা উচিত।

বয়স্ক লেখকদের মধ্যে সৃষ্টিশীলতা লোপ পায় দাবি করে তিনি বলেন, বয়স্ক যেম পঞ্চাশ-ষাটের কোটার লেখকদের লেখনীতে পরিণত অবস্থা বিদ্যমান থাকলেও সৃষ্টিশীলতা থাকে না। কমে যায়। এ জন্যই তারুণ্যের সময়টা লেখালেখির জন্য বেশী উপযোগী।

রোববার (২৪ মার্চ) দুপুরে বারিধারায় পাথেয় টোয়েন্টিফোর ডটকম সম্পাদকীয় কার্যালয়ে ব্যবস্থাপনাবিষয়ক সাধারণ সভায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

জনপ্রশাসন নিয়ে চিন্তার দৈনতা আছে অনেকেরই দাবি করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইসলাম সরকার গঠনের ক্ষেত্রে সরাসরি কোনো শেকেল দেয়নি তবে সরকার পরিচালনার ক্ষেত্রে ইসলামের বিধান স্পষ্ট। বিধানের মৌলনীতি হলো আল আদল। আদলের ভিত্তিতেই রাষ্ট্র বা সরকার পরিচালিত হবে।

বৈঠকে পাথেয় টোয়েন্টিফোর ডটকম ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পাথেয় টোয়েন্টিফোর ডটকম সহযোগী সম্পাদক মাসউদুল কাদির, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতী ফয়জুল্লাহ আমান, পাথেয় টোয়েন্টিফোর ডটকম সহকারী সম্পাদক যারওয়াতুদ্দীন সামনুন, পাথেয় টোয়েন্টিফোর ডটকম মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক মুফতি আব্দুস সালাম , ইকরা মাল্টিমিডিয়া এডমিন শেখ মুহাম্মদ, জমিয়ত দপ্তর সম্পাদক অলিউল্লাহ মাসঊদ, পাথেয় টোয়েন্টিফোর ডটকম সহসম্পাদক আদিল মাহমুদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *