তালেবানের পৃথক দুটি  হামলায় নিহত ৪১

তালেবানের পৃথক দুটি হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের পৃথক দুটি অতর্কিত হামলায় আফগানিস্তানের ৪১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত শনিবার আফগানিস্তানের উত্তর কান্দুজ ও পশ্চিম হেরাত প্রদেশে তালেবানরা দু’দফায় এ হামলা চালায়। এ ঘটনার আরও ৬ জন আহত হয়েছেন। ভয়েস অব আমেরিকার উদ্ধৃতি দিয়ে জি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্রের বরাত দিয়ে জি নিউজ বলছে, শুক্রবার রাতে তালেবান জঙ্গিরা উত্তর কান্দুজ প্রদেশের কালা-এ-জাল জেলায় একটি পুলিশ পোস্টে হামলা চালায়। এ হামলায় ২৪ জন আফগান স্থানীয় পুলিশ (এএলপি) সদস্য নিহত হন।

গত শনিবার বিকেলে প্রায় দেড়শ’ আফগান জঙ্গি পশ্চিম হেরাত প্রদেশের জাওয়াল জেলায় আফগান ন্যাশনাল আর্মি (আনা) চেকপোস্টে অতর্কিত দ্বিতীয় দফা হামলা চালায়। এ হামলায় ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। হামলার দায় স্বীকার করে জঙ্গিরা দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর সামরিক সরঞ্জামাদি জব্দ করেছে।

বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের সাথে শর্তহীন যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর এ হামলার ঘটনা ঘটল। প্রেসিডেন্টের ঘোষণার পর তালেবানরাও ঘোষণা দিয়েছে, তারা ঈদের তিন দিন যুদ্ধবিরতিতে থাকবে।

তারা এ-ও বলেছে, তারা কোনো বিদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের আক্রমণ করবে না। তবে তাদের ওপর আক্রমণ হলে প্রতিশোধ নেবে তারা।

__________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *