দিল্লীর হাপুরে রমযানে মহল্লা পরিচ্ছন্ন রাখার নির্দেশ

দিল্লীর হাপুরে রমযানে মহল্লা পরিচ্ছন্ন রাখার নির্দেশ

(হাপুর,দিল্লী) : ১৬ মে থেকে আসন্ন  পবিত্র রমযান উপলক্ষে হাপুর মসুলিম মহল্লাগুলোয় পরিচ্ছন্নতা ব্যবস্থা,  খাবার পানি এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের হুকুম জারি  করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমযানে যেন জনসাধারণের বিশুদ্ধ পানি পেতে দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য ইতোমধ্যেই তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন বলে জানা যায়। সংশ্লিষ্ট নগর পরিচ্ছন্ন চিফ অফিসার আফসার দিলশাদ হাসান নগর পরিচ্ছন্ন করার নির্দেশ জারি করেছেন । তিনি বলেন,রমযানে বিশেষভাবে মুসলিম মহল্লাসমূহে খেয়াল রাখা হবে।

প্রত্যেকদিন ডাস্টবিন উঠানো এবং মসজিদের আশপাশ পরিষ্কার করা হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে আরও বলা হয়, সেহরি এবং ইফতারীর সময়ে কোনওভাবেই বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিবে না। এইজন্য বিশেষ ব্যবস্থাও নেয়া হবে। কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের অফিসারদের নির্দেশ দিয়ে বলেন। তারা যেন মসজিদ নিকটবর্তী সব বৈদ্যুতিক লাইন ঠিক করে রাখে। মুসলিম মহল্লাগুলোয় যে সব দুর্বল খুটি আছে, সেসব বদলে দেয়।

সূত্র : সাহাফাত, দিল্লী, ভারত।

গ্রন্থনা : কাউসার মাহমুদ                                       সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *