নাগরিত্ব ধাঁধাঁয় সরকার ‌’গণহত্যা’ ধামাপাচা দিতে চায়

নাগরিত্ব ধাঁধাঁয় সরকার ‌’গণহত্যা’ ধামাপাচা দিতে চায়

পাথেয় রিপোর্ট : আসামের নাগরিকত্বের বিষয় নিয়ে ভারত সরকার ভারতের মৌলিক সমস্যাগুলোর দিকে নজর দেয়া থেকে মানুষের নজর ফিরিয়ে নিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন দিল্লী জামে মসজিদের খতীব মাওলানা সাইয়্যিদ আহমাদ বুখারী। তিনি বলেন, ভারতে এখন গোহত্যার বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে মারামারি চলছে, কিন্তু সরকার আসামের নগরিকত্বের এই বিষয় তুলে এনে গোহত্যার নামে শুরু হওয়া নিরপরাধ মানুষকে নির্মমভাবে মারার বিষয়টিকে ধামাচাপা দিতেে চাচ্ছে।

ইমাম বুখারি বলেন, রাজনীতি করো হয় দেশ ও মানুষের উন্নতির জন্যে। কিন্তু ভারতে রাজনীতি সাধারণ মানুষের মাঝে দাঙ্গা সৃষ্টি করছে। গোহত্যার বিষয় নিয়ে ভারতের হিন্দু মুসলমানদের মাঝে বিবাদ বাঁধিয়ে দিন দিন হতাশা বাড়াচ্ছে।

ইমাম বুখারি বলেন, অসমিয়দের নগরিকত্বের বিষয়টি ভারত সরকার ইস্যু হিসাবে ব্যবহার করছে, মৌলিক সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে চায় তারা। ইমাম বুখারি সবাইকে শুধু আসামের নাগরিকত্বের বিষয়ের দিকে নজর দেয়ার পাশাপাশি ভারতে রাজনীতি এবং গোহত্যার বিষয় নিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গার দিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : উর্দু ডেইলি আগ, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *