নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে: হেফাজত আমির

নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে: হেফাজত আমির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘আমাদের ভ্রান্ত আকিদার দলসমূহকে মোকাবিলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ ও রাসুল (সা.)–এর পথে যাঁরা থাকবেন, তাঁরাই সত্যিকারের মুমিন হিসেবে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন।’

আজ সোমবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে নোয়াপাড়া পথেরহাট চত্বরে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় ইসলাম হেফাজতের জন্য হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হেফাজতে ইসলামের রাউজান শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শেহাবউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। মাওলানা কেফায়েত উল্লাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন হেফাজতে ইসলাম রাউজান শাখার সভাপতি মাওলানা এ কে এম আলমগীর মাসুদ ও সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা শাহ আনোয়ার হোসাইন, মাওলানা হেলাল উদ্দীন জমিরি প্রমুখ।

Related Articles