নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে অভিষেকে নেপালের

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে অভিষেকে নেপালের

ক্রীড়া ডেস্ক : স্বীকৃত প্রথম ওয়ানডে খেলবে নেপাল। এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল নেপাল। আনুষ্ঠানিক এমন ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওয়ানডে খেলতে যাচ্ছে হিমালয়ের এই দেশ। আগামী ১ ও ৩ আগস্ট নেদারল্যান্ডসের সঙ্গে দুটি ওয়ানডে খেলবে তারা। এর আগে দুই দেশই টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলবে। যেই সিরিজ শুরু হবে ২৯ জুলাই।

বিশ্বকাপ বাছাইয়ে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে নেপাল ও নেদারল্যান্ডস। মার্চে জিম্বাবুয়েতে মুখোমুখি হয়েছিল দুদল। নেদারল্যান্ডস ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। তবে দুই দলকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বিশ্বকাপ বাছাইয়ের টুর্নামেন্টে।

নেদারল্যান্ডস আগেও ওয়ানডে স্ট্যাটাসের মর্যাদা পেয়েছিল। নিয়ম অনুযায়ী সেটি রক্ষা করতে না পারায় হারিয়েছিল মর্যাদা। ২০১৪ সালে নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাইয়ে কানাডার বিপক্ষে খেলেই হারিয়েছিল স্ট্যাটাস। প্রায় ৪ বছর পর আবারও ওয়ানডে খেলতে যাচ্ছে ডাচ দেশটি। ঘরের মাটিতে তারা সবশেষ খেলেছে ২০১৩ সালে। দক্ষিণ আফ্রিকাকে একটি মাত্র ম্যাচে আতিথ্য দিয়েছিল ডাচরা।

________

patheo24,/105/sl

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *