নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আটক ১৫

নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আটক ১৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতারা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা।

ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত রূপনগর থানা ছাত্রদলের কর্মী সম্মেলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে ছাত্রদল।

বর্তমানে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে। অন্যদিকে কার্যালয়ে আটকা পড়েছেন দলের নেতাকর্মীরা।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু মানুষ জড়ো হয়ে অতর্কিত দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *