পদত্যাগ করছেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

পদত্যাগ করছেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের মাধ্যমে জানা যায়।

গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হ্যালিভা। মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি তার স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ অপারেশন্স কমান্ডের দুই নম্বর শলমি বাইন্ডারের নাম ঘোষণা করেন।

ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল, হ্যালিভি বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্য জুন হয়ে যেতে পারে। তবে ৭ অক্টোবরের তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয়।

৭ অক্টোবরে ইসরাইলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়ে ইসরাইলি সেনাপ্রধান হ্যালেভি এবং গোয়েন্দাপ্রধান হ্যালিভার মধ্যে মতবিরোধ রয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তবে হ্যালিভার পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডারের নতুন ভূমিকা গ্রহণে সময় লাগার ফলে অভিযোগটি জোরদার হচ্ছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

Related Articles