পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ‘নতুন তথ্য’ জানাল রাশিয়া

পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ‘নতুন তথ্য’ জানাল রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে ‘বিশেষ অভিযানের’ ঘোষণার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দিয়েছিলেন।

পুতিনের ওই নির্দেশ থেকেই ধারণা করা হচ্ছিল প্রয়োজন পড়লে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না। তবে ঠিক কোন প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে তা স্পষ্ট করেছে রাশিয়া। আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ জানান, রাশিয়ার সামরিক মতবাদ অনুযায়ী শুধুমাত্র তাদের দেশের উপর আক্রমণের ‘প্রতিশোধ নিতেই’ মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ইউরি বোরিসভ বিষয়টি স্পষ্ট করে বলেন, মতবাদ অনুযায়ী, আমরা আগে আক্রমণ করব না।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখনই কেবল সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

যদিও বেশ কয়েকজন পশ্চিমা রাজনীতিবিদ ও বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের ওপর পারবাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *