পাসপোর্ট পেতে বাবুনগরী পরিবারের সংবাদ সম্মেলন

পাসপোর্ট পেতে বাবুনগরী পরিবারের সংবাদ সম্মেলন

পাথেয় রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক মাওলানা জুনায়েদ বাবুনগরী উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ, পাসপোর্ট ফেরতে পাবার আশায় এবং জাতিকে সার্বিক অবস্থা জানােনার জন্য সংবাদ সম্মেলন করেছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী।

সংবাদ সম্মেলন আজিজুল উলূম বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা শাহ হাবিবুল্লাহ বাবুনগরী বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এ জন্য আমার পক্ষ থেকে এবং জুনায়েদ বাবুনগরীর পরিবার, ছাত্র, ভক্ত এবং শুভাকাঙ্খী এবং উপস্থিত সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি৷ তিনি বলেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাওলানা জুনায়েদ বাবুনগরীর উন্নত সুচিকিৎসা এবং পাসঙ্গিক বিষয়ে জাতিকে জরুরী কিছু বিষয় অবহিত করতে চাচ্ছি৷

২৮ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়িতে এই সংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকদের মাওলানা জুনায়েদ বাবুনগরী পরিচয় দিতে গিয়ে মাওলানা হাবিবুল্লাহ বলেন, মাওলানা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক এবং এশিয়ার বিখ্যাত একজন হাদীস বিশারদ৷ তিনি হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন আমার দাদা মাওলানা সূফী আজিজূর রহমান বাবুনগরীর পপৌত্র৷ বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠাতা আমার আব্বা আল্লামা শাহ হারূন বাবুনগরী রহ এর অত্যন্ত প্রিয় নাতি তিনি৷ তিনি দীর্ঘদিন অত্র জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হাদীসের পাঠদান করেছেন৷ তিনি, হেফাজত ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর একান্ত অনুগত ছাত্র এবং খলিফা হওয়ায় তাঁর ডাকে সাড়া দিয়ে ২০০৪ সাল থেকে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে নিয়োজিত আছেন৷

আজিজুল উলূম বাবুনগর মাদরাসার শিক্ষক বলেন, জুনায়েদ বাবুনগরী আমীরে হেফাজতের বিশ্বস্থ ও যোগ্য হওয়ায় ২০১১ সনে সর্বসম্মতিক্রমে তাকে হেফাজতের মহাসচিব নির্বাচিত করা হয়৷ অদ্যাবদি তিনি যোগ্যতা ও দক্ষতার সহিত সকলের সাথে পরামর্শ করে আমীরে হেফাজতের সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিবের গুরু দায়িত্বপালন করছেন৷ তিনি ২০১৩ সালে হেফাজতের অবরোধের পর দীর্ঘদিন কারা নির্যাতন ভোগ করেন৷ কারাগারে তাকে উনিশ দিন রিমান্ড দেয়া হয়৷ রিমান্ডের পূর্বে সে তেমন অসুস্থ ছিলনা কিন্তু রিমান্ডের পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ৷ প্রায়ই শারীরিক অবস্থার অবনতি ঘটে৷ উন্নত চিকিৎসা না হওয়ার দরুন তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় না৷ বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন৷

ঢাকার এ্যাপোলো, বারডেম এবং খিদমাহ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার, প্রফেসরগণ বোর্ড বসে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেছেন, হুজুরের শারীরিক সমস্যা কঠিন অবনতির দিকে৷ কিডনি, হার্ট, লিভার, প্রেশার, ডায়াবেটিস, পায়ের ইনফেকশনসহ সবগুলো রোগ একই সাথে মারাত্বক জটিল আকার ধারন করেছে। একটির চিকিৎসা করলে আরেকটির জন্য সমস্যা তৈরি হচ্ছে। এর দরুন দিন দিন তার শরীরের অবস্থা অবনতি হচ্ছে।

তাই চিকিৎসায় স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং উন্নত কোন চিকিৎসা এই দেশের কোন হাসপাতালে সম্ভব নয় কেবলমাত্র সিঙ্গাপুরেই সম্ভব। এ জন্য আপনারা চাইলে আপাতত মাওলানা জুনায়েদ বাবুনগরী এ্যাপোলোতে নিতে পারেন। কিন্তু উপস্থিত এ্যাপোলোর ডাক্তার বললেন, হুজুরের এই স্বাস্থ্য ঝুঁকি অবস্থায় হুজুরকে ভর্তি করে আমাদের এ্যাপোলো হাসপাতাল কোন ঝুঁকি নিবে না।

মাওলানা শাহ হাবিবুল্লাহ বাবুনগরী বলেন, মাওলানা জুনায়েদ বাবুনগরী উন্নত চিকিৎসার অভাবে ক্রমেই নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন৷ তাই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়ার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বাবুনগরীর চিকিৎসার জন্য গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড৷ ডাক্তারদের এমন বক্তব্যের পর আমরা পারিবীরিকভাবে খুবই শঙ্কিত৷ তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন, দ্বীনি শিক্ষা-দীক্ষা আমাদের পূর্বপুরুষদের পেশা ও নেশা৷ রাজনৈতিক কোন উচ্চ বিলাশিতা আমাদের পরিবারে নেই৷ শুধু আল্লাহ এবং রাসুল সা. এর ভালবাসায় আমীরে হেফাজতের সিদ্ধান্তে নাস্তিক মুরতাদ বিরোধী হেফাজতের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন৷ ২০১৩ সালে মুমূর্ষ অবস্থায় কারামুক্তির পর ডাক্তাদের পরামর্শে উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট নবায়ন করতে দিলে তাঁর পাসপোর্ট জব্দ করা হয়৷ এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে বার বার যোগাযোগ করা হলে পাসপোর্ট দিচ্ছি, দিয়ে দেবো ইত্যাদি কথা বলে আশ্বস্থ করলেও আজ পর্যন্ত তা ফেরৎ দেয়া হয়নি ৷

আমাদের পরিবারের পক্ষ চট্টগ্রামস্থ পাঁচলাইশ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানিয়েছে পাসপোর্ট রেডি আছে, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না৷ আমার জানা মতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর অনুরোধে আমীরে হেফাজত নিজেও মহাসচিবের পাসপোর্ট ফেরতের জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে সুপারিশ করেছেন৷ এমনকি সোমবার রাতে আমীরে হেফাজত প্রশাসনের উচ্চ পর্যায়ে ফোন করে সুপারিশ করেছেন মর্মে আজকের দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে৷

মাওলানা জুনায়েদ বাবুনগরীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের এহেন মুহূর্তে তার উন্নত চিকিৎসার্থে আমি তাঁর বড় মামা হিসেবে সরকারসহ সংশ্লিষ্ট সকলের কাছে তার পাসপোর্ট ফেরৎ এবং দেশের বাইরে সুচিকিৎসার লক্ষ্যে যাবতীয় বাধা নিরশনের দাবি জানাচ্ছি৷

দুআ হচ্ছে ঈমানদারের হাতিয়ার মন্তব্য করে মাওলানা হাবিবুল্লাহ বলেন, আপনাদের মাধ্যমে দেশ-বিদেশের সাধারণ মুসলমান, হেফাজতের নেতা-কর্মী এবং মাদরাসার ছাত্র শিক্ষক সকলের কাছে একটি অনুরোধ জানাচ্ছি, দুআ হচ্ছে ঈমানদারের হাতিয়ার৷ জুনায়েদ বাবুনগরী জেলে থাকা অবস্থায় দেশের হাজার হাজার নারী পুরুষ রোজা রোজা রেখে এবং নামায পড়ে দুআ করেছেন৷ আমি পরিবারের সবার কাছে অনুরোধ করছি, সবাই নফল রোজা রেখে, এবং দাওরা হাদীসের মাদরাসাগুলোতে ছাত্র শিক্ষক সকলে কুরআন শরীফ, বোখারী শরীফের খতম করা মাওলানা জুনায়েদ বাবুনগরী-এর জন্য দুআ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *