হাসান মাহমুদ
[কবি ফররুখ আহমদকে]
আগের মতো ডাহুক আর রাতভর প্রেমের মৌতাতে নিশি যাপনে অভস্ত্য নয়—চারদিকে চলছে ফ্যাসিবাদের নৈরাজ্য। নিষুপ্ত ভেঙে যেত যে ডাহুকের গানে—!
যে ডাহুক সুপ্তির গান কণ্ঠে তুলত অভয়ে; ফ্যাসিবাদের গানে সে ডাহুকের ডাক আজ যেন রক্তহিম করা গান বাজায় বিরহের সুরে —কি আছে কি নেই—ডাহুক যেন ধ্যানহারা!
ডাহুক সেতো আত্মমগ্নার আরাধ্য গান গাইত রাতভর ভয়ার্তনিশিরাত ভুলে। মাস্তুলে জপ হতো হায়দারি হাক—ডাহুক ডাকত পরমের নাম।
এই ফ্যাসিবাদেরকালে পোস্টমডার্নিজমের নামে এই ভয়ার্তদিনও চলছে ফ্যাসিবাদের দোর্দণ্ড—আজ যেন কোনো ডাহুক ডাকে না সিন্দাবাদের নামে। ডাক দিয়ে বলে না, এসো কালবৈশাখী ঝড়, ভাঙো ফ্যাসিবাদী ত্রাস!
আত্মবৈভব যেন বিকিয়ে দিয়েছে কারা একালের ক্যামোফ্লাজ পরে থাকা ডাহুকছদ্মবেশী—? কে ঘুম ভাঙাবে—যে শরাবের মৌতাতে ভুলে গেছে পরম দয়াময়।
এবার একটি ডাহুক তুলুক অন্তত অনন্তের গান—একটি ডাহুক গান ধরুক দোর্দণ্ড প্রতাপে কালের এ দুঃসময়ে ফ্যাসিবাদ আর নয়—!
ফ্যাসিবাদ যেন রূপ নেয় ফুলে, ডাহুক গেয়ে উঠুক আবার রাতভর। আবার রাতভর ডাহুক গেয়ে যাক—ফ্যাসিবাদ নিপাত যাক।
কবি পরিচিতি
হাসান মাহমুদ। জন্ম: ১ নভেম্বর ১৯৯৫, মৌলভীবাজার । পেশা: সাংবাদিকতা (নির্বাহী সম্পাদক, দৈনিক সংলাপ বার্তা)। সম্পাদনা: সাহিত্য সাময়িকী ছন্দপাতা। প্রকাশিত কবিতাগ্রন্থ: সোনালি দিন ২০১৯ (ছন্দপাতা), দিয়া ২০২০ (ছন্দপাতা)। মেইল: kabbopatha@gmail.com