বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গণবভন থেকে বনানী কবরস্থানে যান তাঁরা। সেখানে পৌঁছানোর পর তাঁরা স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দুই বোন।

পরে দুই বোন ১৫ আগস্টে নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনা সদস্য সৈয়দ শামসুল হক। প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকে হত্যা করে এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খানকে হত্যা করা হয়। ঐদিন বঙ্গবন্ধু ছাড়া নিহতদের বনানী কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু সরকারি বাসভবনের পরিবর্তে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ব্যক্তিগত সাধারণ বাড়িটিতেই বসবাস করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *