ঈদের নামাজ শেষে জুতা পরিবর্তন নিয়ে সংঘর্ষ, ১ জন নিহত

ঈদের নামাজ শেষে জুতা পরিবর্তন নিয়ে সংঘর্ষ, ১ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদে নামাজ পড়া শেষে জুতা পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

গতকাল শনিবার (২২ এপ্রিল) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আবুল কাসেম (২৫) হলেন মৃত ইদ্রিস আলীর ছেলে।

আহতরা দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাইজখলা গ্রামের জালাল শাহ (৪৫) ও জিয়াউর রহমানের (৩৫) লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে মসজিদে নামাজ পড়া শেষে জুতা পরিবর্তন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে। পরে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত আবুল কাসেম (২৫) কে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর সাংবাদিকদের জানান, উভয় পক্ষের মধ্যে জায়গা জমি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সকালে মসজিদে নামাজ শেষে জুতা পরিবর্তন করাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যা়ন। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১৫ জনকে আটক করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *