বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগে রাজি নয় শ্রীলংকার সেনাবাহিনী

বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগে রাজি নয় শ্রীলংকার সেনাবাহিনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ করতে অস্বীকার করেছে শ্রীলংকান সেনারা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হবে না।

এর আগে গতকাল দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, সামরিক বাহিনীকে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার, তা করার’ নির্দেশ দেয়া হয়েছে।

কিন্তু তাতেও কাজ হয়নি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সেখানকার দখল নেয় বিক্ষোভকারীরা।

জরুরি অবস্থা অমান্য করে, টিয়ার গ্যাস সহ্য করেই জাতীয় পতাকা হাতে নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। সাবেক প্রধানমন্ত্রী ও নবনিযুক্ত প্রেসিডেন্ট, রাজাপক্ষের ঘনিষ্ঠ সহচর রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট হিসাবে মানে না বিক্ষোভকারীরা।

এই অবস্থায় শ্রীলংকার আভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরেই থাকতে চায় সেনাবাহিনী— এমনই ইঙ্গিত মিলছে তাদের আজকের এই ঘোষণা থেকে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *