বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটেছে : ব্যারিস্টার মওদুদ

বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটেছে : ব্যারিস্টার মওদুদ

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগে দেশের বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটেছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, কী করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করানো হয়েছে আপনারা সবাই জানেন। এর ফলে সুপ্রিম কোর্টের মর্যাদা ও সম্মান বলে আর কিছুই নেই। প্রধান বিচারপতির এই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটেছে। মামলা দিয়ে, ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে পদত্যাগপত্র নেয়া হয়েছে। এর চাইতে দুঃখজনক বাংলাদেশের মানুষের জন্য আর কি হতে পারে।

সুবিচার পাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেয়া হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে  শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, এখন আর ষোড়শ সংশোধনীর দরকার নেই। সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করার যে ব্যবস্থা ওই সংশোধনীতে করা হয়েছে, ওইটাও যদি থাকে সেটার আর দরকার নেই। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ওই রায়ে বলা হয়েছিল, সেটা বলবৎ থাকবে- সেই কাউন্সিলেরও আর প্রয়োজন নেই। এখন একটা পথ তো দেখিয়ে দিয়েছে সরকার। কোনো রায় যদি পছন্দ না হয় তাহলে সেই বিচারপতিকে কিভাবে অপসারণ করা যায়, কিভাবে তার বিরুদ্ধে মামলা এনে ব্ল্যাকমেইল করে তার থেকে পদত্যাগপত্র নেয়া যায়। আর অপসারণ করার জন্য তো আর আইনের প্রয়োজন নেই, সংবিধানের কোনো প্রয়োজন নেই। সাবেক এ আইনমন্ত্রী বলেন, এতো বড় ব্ল্যান্ডার, পলিটিক্যাল মিসটেক এই সরকার করেছে- এরজন্য একদিন না একদিন নিশ্চয় তারা অনুশোচনা করবে। এরকম অবস্থায় বিচারপতিরা ‘মুক্তমনে’ বিচার করতে পারবে কিনা যথেষ্ট সংশয় আছে। সংগঠনের সহ-সভাপতি ভিপি ইবরাহীমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ফরিদা মনি শহীদুল্লাহ, খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *