বিশ্বকাপে ভারতকে হারাতে চায় পাকিস্তান!

বিশ্বকাপে ভারতকে হারাতে চায় পাকিস্তান!

বিশ্বকাপে ভারতকে হারাতে চায় পাকিস্তান!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানকে হারাতে চায় ভারত। কিন্তু না ঘোষণা দিয়ে ভারতকে হারানোর পরিকল্পনা এঁটেছে পাকিস্তান। এমন খবরই দিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন আসরে জাতীয় দল বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় খরা কাটাবে বলে ধারণা তার। বিশ্বকাপে আগামী ১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।

এর আগে মোট ছয়বার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দল দু’টি। কিন্তু পাকিস্তান কখনোই ভারতকে হারাতে পারেনি। তবে সাবেক অধিনায়ক ইনজামাম মনে করছেন, আগামী মাসে ম্যানচেস্টারের মোকাবেলায় তার দল পাশ্ববর্তী ভারতকে পরাজিত করতে সক্ষম হবে।

ইনজামাম বলেন, ‘জনগণ ইন্দো-পাক ম্যাচ গুরুত্বসহকারে নেয় এবং অনেকে এমন কথাও বলে, বিশ্বকাপ শিরোপা নয়, আমরা বিশ্বকাপে ভারতকে হারাতে পারলেই খুশি হব।’

তিনি আরো বলেন, ‘আমি আশাবাদী যে, বিশ্বকাপে এবার ভারতের বিপক্ষে আমাদের জয় খরা কাটবে।’

পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট খেলা অভিজ্ঞ এ ব্যাটসম্যান বলেন, ‘বিশ্বকাপ মানে ভারতের বিপক্ষে এক ম্যাচ নয় এবং অন্য দলগুলোকেও হারানোর সক্ষমতা পাকিস্তানের আছে’।
এক নাগাড়ে দশ ওয়ানডে পরাজিত হওয়ার পর অনুশীলন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করছে পাকিস্তান দল।
একটা জাতীয় দল নির্বাচন কতটা কঠিন এবং কি পরিমানের চাপ সামলাতে হয় সে বিষয়েও কথা শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে পরিবর্তন এনে সাম্প্রতিক সময়ে চাপের মধ্যে থাকা ইনজামাম।

৪৯ বছর বয়সী ইনজি বলেন, ‘জনগণ মনে করে ফর্ম বিবেচনায় ১৪/১৫ জন খেলোয়াড় নির্বাচন করা বেশ সহজ কাজ। তবে অনেক বেশি চাপ থাকায় এটা খুব সহজ নয়।’

আসন্ন আসরে আফগানিস্তানের মত দুর্বল দলের কছ থেকে হুমকি সম্পর্কে ইনজামাম বলেন, বিশ্বকাপে কোন দলকেই হালকাভাবে নেয়া উচিত হবে না।
তিনি বলেন, ‘আমি মনে বিশ্বকাপে কোন দলকেই আমাদের হালকাভাবে নেয়া উচিত হবে না। আফগানিস্তানের মত দলও বড় বড় দলগুলোর বিপেক্ষ আপসেট ঘটাতে পারে। আপনি আফগানিস্তান অথবা ইংল্যান্ড যে দলের বিপক্ষে খেলেন না কেন আপনি দুই পয়েন্ট পাবেন।’

তিনি বলেন, জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাটা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘ভাল শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আমাদের দলের সে সক্ষমতা রয়েছে।’

নিজ দল ছাড়াও ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে সেমিফাইনালিস্ট হিসেবে বিবেচনা করছেন ইনজামাম।

তিনি বলেন, ‘আমি মনে করি বিশ্বের এক নম্বর দল হিসেবে ইংল্যান্ড, ভারসাম্যের কারণে ভারত, টুর্নামেন্টে সব সময় ভাল খেলার কারণে নিউজিল্যান্ড এবং অবশ্যই পাকিস্তান আমার দৃষ্টিতে শেষ চার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *