বৃহস্পতিবার ইকরায় ইফতেতাহী দারস দেবেন আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : জামিআ ইকরা বাংলাদেশের ইফতেতাহী দারস শুরু হচ্ছে বৃহস্পতিবার ইকরায় ইফতেতাহী দারস দেবেন আল্লামা মাসঊদ। ইফতেতাহী দারস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখু হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বৃহস্পতিবার ইকরায় ইফতেতাহী দারস দেবেন আল্লামা মাসঊদ সকালে আটটায় জামিআ মিলনায়তনে শুরু হবে এ ইফতেতাহী দারস। জামিআ ইকরা বাংলাদেশের উন্নয় ও প্রশাসন বিভাগের মুহতামিম মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, ইফতেতাহী দারসে ইকরার শিক্ষার্থী ছাড়াও অন্যান্য যেকোনো মাদরাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। নতুন বছর কীভাবে কাটাতে হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করবেন সদরুল উলামা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বুধবার সকালে জামিআ ইকরা বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শিক্ষার্থীকে আসলে রুটিনের বাইরে কোনোভাবেই চলা উচিত নয়


জামিআ ইকরা বাংলাদেশের রইস মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, মহান আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যে, মহান আল্লাহ আরও নতুন বছর শুরু করার তাওফিক তিনি দিচ্ছেন।

শিক্ষার্থীদের সময়ের গুরুত্বারোপ করে মাওলানা মারুফ বলেন, জীবন কতগুলো সময়েরই নাম। আর সময় কীভাবে কাটাতে হবে তা নির্ণয় করেই চলা উচিত প্রত্যেক শিক্ষার্থীকে। শিক্ষার্থীকে আসলে রুটিনের বাইরে কোনোভাবেই চলা উচিত নয়।


গ্রন্থনা ও সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্য সংগ্রহ : কাউসার মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *