বেজার সঙ্গে চুক্তি, ৭৬২ কোটি টাকা বিনিয়োগ করবে ৬ প্রতিষ্ঠান

বেজার সঙ্গে চুক্তি, ৭৬২ কোটি টাকা বিনিয়োগ করবে ৬ প্রতিষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের ছয়টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে জমি বরাদ্দের চুক্তি হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)। প্রতিষ্ঠানগুলো হলো লিন্ডে বাংলাদেশ লিমিটেড, মাস্টার রেক অ্যান্ড ফার্নিচার, সনজনা ফ্যাব্রিকস লিমিটেড, ওএমসি লিমিটেড, এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এবং কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ছয় প্রতিষ্ঠান মিলে মোট ৬৯ মিলিয়ন মার্কিন ডলার বা ছয় কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করবে। যা প্রতি ডলার ১১০.৫০ টাকা হিসাবে বাংলাদেশী মুদ্রায় হয় ৭৬২ কোটি ৪৫ লাখ টাকা।

গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বেজার সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এ সময় বেজা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭৬২ কোটি টাকা বিনিয়োগ করবে ৬ প্রতিষ্ঠানবেজা জানিয়েছে, গ্যাস ও ইঞ্জিনিয়ারিং খাতের বহুজাতিক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পাঁচ একর জমিতে অক্সিজেন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করবে।

প্রতিষ্ঠানটি এই কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

লিন্ডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বিভাসবসু সেনগুপ্ত জানান, মেডিক্যাল গ্যাস ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, যেমন—নিয়ন, আর্গন, হাইড্রোজেন ও ইলেকট্রোড উৎপাদন ও সরবরাহে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানে রয়েছে। জমি হস্তান্তরের পরই তারা দ্রুত শিল্প স্থাপন করতে আগ্রহী।

মাস্টার রেক অ্যান্ড ফার্নিচার

শিল্প-কারখানার জন্য উপযুক্ত র‌্যাক ও অন্যান্য আসবাব তৈরি করবে মাস্টার রেক অ্যান্ড ফার্নিচার।

প্রতিষ্ঠানটির মালিক আল মামুন জানিয়েছেন, সাত মিলিয়ন ডলার বিনিয়োগে প্রায় ৮০০ মানুষের কর্মসংস্থান হবে।
সনজনা ফ্যাব্রিকস লিমিটেড

এশিয়াটিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সনজনা ফ্যাব্রিকস লিমিটেড সাবরাং ট্যুরিজম পার্কে তিন একর জমিতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে হোটেল ও রিসোর্ট গড়ে তুলবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব হোসেইন জানান, পর্যটন বিকাশে তাঁর প্রতিষ্ঠান ভূমিকা রাখতে চায়।

ওএমসি লিমিটেড

সাবরাং ট্যুরিজম পার্কে দুই একর জমিতে হোটেল ও রিসোর্ট খাতে সাত মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ওএমসি লিমিটেড। এতে প্রায় সাড়ে তিন শ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক রাজিয়ান মান্নান।

এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট

এসএফএল হোটেল অ্যান্ড রিসোর্ট সাবরাং ট্যুরিজম পার্কে ছয় একর জমিতে প্রায় ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হবে। প্রতিষ্ঠানটি স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড নামে মার্চেন্ট ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান। তারা সাবরাং ট্যুরিজম পার্কে বিশ্বখ্যাত হোটেল চেইন ম্যারিওটের বিনিয়োগ নিয়ে কাজ করবে।

কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ

জামালপুর র্অথনৈতিক অঞ্চলে দুই একর জমিতে প্রায় দুই মিলিয়ন ডলার রান্নাঘরের অনুষঙ্গ শিল্প-কারখানা স্থাপন করবে কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। এটি মিয়াকো অ্যাপ্লায়েন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, স্থানীয় ও বিশ্ববাজারে সুনামের সঙ্গে ব্যবসা করছে এমন প্রতিষ্ঠানগুলোর বেজায় বিনিয়োগের আগ্রহ বাড়ছে। এর ফলে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ ও কর্মসংস্থানও হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *