বোমা বিস্ফোরণে নিহত ১১

বোমা বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতকি ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১১ ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবারের এ বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আরও ৩১ জন। রাস্তার পাশে পেতে রাখা বোমাটি একটি যাত্রীবাহী বাসে আঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

হেরাত প্রদেশ থেকে রাজধানী কাবুলের উদ্দেশে যাত্রা করেছিল বিস্ফোরণের শিকার বাসটি। ফারাহ প্রদেশের প্রাদেশিক স্বাস্থ্য দফতরের প্রধান আবদুল জাবার শাহিক জানিয়েছেন, মঙ্গলবার সকালে বালা বুলুক জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩১ ব্যক্তি আহত হয়েছেন। তাদের সবাই বেসামরিক নাগরিক।

হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে জানান আবদুল জাবার শাহিক। এদিকে পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের প্রাদেশিক হাসপাতালের কাছেও বিস্ফোরণ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সেখানকার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক দফতরেও হামলার খবর পাওয়া গেছে। তবে এ দুই হামলায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। ওই এলাকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয় অবস্থিত।

দুই হামলার কোনওটিতেই এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু গত তিন মাসেই বিভিন্ন হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬০ জন। আহত হয়েছেন কমপক্ষে ৪৯০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *