রেমিট্যান্সঃ মহামারীর মাঝেও রেকর্ড গড়লেন প্রবাসীরা

রেমিট্যান্সঃ মহামারীর মাঝেও রেকর্ড গড়লেন প্রবাসীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের লকডাউন ও নানা সংকটের কারণে টানা ছয় মাস কমেছে প্রবাসী আয়। তারপরও সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স । ২০২১ সালে রেকর্ড দুই হাজার ২০৭ কোটি (২২ বিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কোনও বছর এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সব শেষ ডিসেম্বর মাসে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। নভেম্বর মাসের তুলনায় যা ৭ কোটি ডলার বেশি।

সব মিলিয়ে সদ্য সমাপ্ত ২০২১ সালে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ২০৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা)। এটি ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রে‌মিট্যান্স এসেছিল ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ডলার এবং ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি ডলার।

এদিকে, বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। নতুন বছরে অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২.৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *