যত্রতত্র কুরবানির পশু বেঁধে না রাখার আহ্বান আল্লামা মাসঊদের

যত্রতত্র কুরবানির পশু বেঁধে না রাখার আহ্বান আল্লামা মাসঊদের

যত্রতত্র কুরবানির পশু বেঁধে না রাখার আহ্বান আল্লামা মাসঊদের

পাথেয় রিপোর্ট : আসন্ন ঈদু আজহা উপলক্ষে দেশের বিশেষত শহরগুলোর যত্রতত্র পশু বেঁধে না রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, পবিত্র কুরবানীকে সামনে রেখে আমাদের সচেতন হতে হবে। পশুর হাট থেকে পশু নিয়ে আসার ক্ষেত্রে যেমন আমাদের সচেতন হওয়া জরুরি তেমনি বেঁধে রাখার ক্ষেত্রেও সচেতন হতে হবে।

মানুষের যে কোনো ধরনের ক্ষতি থেকে সাবধনতা অবলম্বন অনেক বড় মানবিক পরিচয় উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, আমরা যে কোনো ইবাদত করার ক্ষেত্রেও কাউকে কষ্ট দিতে পারি না। ইবাদত যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল করা উচিত।

২ আগস্ট ২০১৯ শুক্রবার রাজধানীর ইকরা বাংলাদেশ কম্প্লেক্স জামে মসজিদে জুমার আগের বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

পবিত্র জুমার নামাজ শেষে ডেঙ্গু সচেতনতায় গণমানুষের জীবন সুরক্ষার উদ্দেশে মসজিদের সব মুসুল্লীদের নিয়ে বিশেষ মোনাজাত করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *