পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আলেম-জনতার ঐক্যের দাবিতে ইনশাআল্লাহ ঐতিহাসিক পথযাত্রায় আমরা দলে দলে যোগদান করবো।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের ডাকে পথযাত্রাকে সফল করার আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে পাথেয় টোয়েন্টিফোরকে মাওলানা সাইফী এসব কথা বলেন।
প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি ও ঐতিহাসিক পথযাত্রা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মাওলানা ইয়াহয়া মাহমুদ বলেন, আল হামদুলিল্লাহ। আমাদের প্রস্তুতি চলছে। যথেষ্ট সাড়া পাচ্ছি।
তিনিও ঐতিহাসিক পথযাত্রায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ জমিয়তুল উলামা প্রচারিত লিফলেটে বলা হয়, একজন সচেতন নাগরিক ও মুসলমান হিসেবে আজ আমাদের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। সময় এসেছে সিদ্দিকে আকবরের সেই দ্বীন রক্ষাকারী ডাকের, সময় এসেছে আজ হজরত ইলিয়াসের উম্মতপনার, সময় এসেছে আজ শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর বৈচিত্র্যের মাঝে ঐক্যের ডাকের। সেই ডাক নিয়ে ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান খতিব শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ৬, ৭, ৮ ও ৯ অক্টোবর, ২০১৮, শনি, রবি, সোম ও মঙ্গলবার বেনাপোল থেকে সুনামগঞ্জ পর্যন্ত এই পথযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে।
লিফলেটে বলা হয়, আজ আওয়াম আলেম বিভেদ তৈরী করে সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। বিশেষত বাংলাদেশে দীর্ঘ দিন ধরে চলে আসা বিশ^ মুসলিমের আস্থার জায়গা তাবলীগ জামাআত চরম সঙ্কটের মুখোমুখি। একজন সাধারণ মানুষ সবসময়ই আলেমের কাছে আস্থা খুঁজে পেয়েছে। ভিনদেশী চক্রান্তে আলেমজনতার ঐক্যে চিড় ধরেছে। নানা প্রোপাগান্ডায় আলেম-আওয়াম আজ মুখোমুখি। সাধারণ মানুষ আর আলেমদের দূরত্ব কেবলই বেড়ে চলছে। আমরা ক্রমশ ফিরে যাচ্ছি জাহেলিয়্যাতের দিকে। আলেম জনতার মাঝে ঐক্য বিনষ্টের পাঁয়তারায় লিপ্ত একদল পুরনো দুশমন।