পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজান মাস পাওয়া মুমিনের জন্য বিশাল সৌভাগ্যের বিষয় বলে জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, রমজান মাস বছরের অন্যান্য মাসগুলো থেকে থেকে বারাকাতের দিক থেকে একেবারেই আলাদা। এ মাস পাওয়া মুমিনের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কেউ ধনী বলে এ মাস পায় না, কেউ জ্ঞানী বলে এ মাস পায় না, এ মাস কেবল আল্লাহ তাআলার মহা অনুগ্রহেই লাভ করা যায়।
শুক্রবার (১৭ মার্চ) ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে ফিদায়ে মিল্লাত আসআদ মাদানীর খলীফা এসব কথা বলেন।
রমজানে আমলে বরকত হয় জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আল্লাহ তাআলার কাছে রমজান মাসের মর্যাদা অন্য যেকোনো মাসের তুলনায় শ্রেষ্ঠ। এ মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। এ মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন, যাতে করে বান্দা নির্বিঘ্ন ইবাদাত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে রমজানের বারাকাতকে লাভ করার তাওফিক দান করেন।
তিনি বলেন, শাবান মাস রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। নবীজী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের আগের দুই মাস (রজব ও শাবানে) ইবাদত-বন্দেগি, রোজা পালন ও দুআর মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতেন। আমরাও বেশি বেশি ইবাদত করে রমজানের প্রস্তুতি নেবো।
শাবান মাসে আমলের পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়ে শাইখুল ইসলাম বলেন, যেহেতু শাবান মাস রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। তাই এ মাসে আমরা আমাদের আমলকে বাড়িয়ে দেবো। আগের থেকে বেশী পরিমাণে যিকির-আযকার, কুরআন তেলাওয়াতে সময় কাটাবো। বেশী বেশী নফল নামায পড়বো। আল্লাহর রাস্তায় দান-সাদাকা করবো।
আল্লামা মাসঊদ বলেন, আমরা শাবান মাসের একেবারেই শেষ দিকে অবস্থান করছি। আর কিছুদিনের পরই রমজান শুরু হয়ে যাবে। আমরা যেন রমজান মাস পেতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার কাছে শাবান মাসে বারাকাত লাভ ও রমজান মাস পর্যন্ত হায়াৎ বৃদ্ধির জন্য বেশি বেশি দোয়া করতেন। তাই আমরাও এই দোয়াটি বেশি বেশি পড়বো, “আল্লাহম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রামাদান”।