রাজধানীসহ সারা দেশে নজরদারি বাড়িয়েছে র‌্যাব

রাজধানীসহ সারা দেশে নজরদারি বাড়িয়েছে র‌্যাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে সারা দেশে রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীসহ সারা দেশে প্রায় আড়াইশ টহল দল পরিচালনা করছে সংস্থাটি।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারা দেশে র‌্যাব ফোর্সেস রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে রাজধানীতে ৮৭টি, রাজধানীর বাহিরে ১৫৯টি টহলসহ সারা দেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *