‘রামোস ইচ্ছা করেই এমনটা করেছে’

‘রামোস ইচ্ছা করেই এমনটা করেছে’

স্পোর্টস ডেস্ক : মিশরীয় রাজা খ্যাত মোহাম্মদ সালাহর শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আহত হয়ে মাঠ ছেড়েছেন। ফলে তার বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে যার সঙ্গে ধাক্কা লেগে সালাহ আহত হয়েছেন, সেই রামোসের ওপর ভীষণ ক্ষেপেছেন মিশরীয় সাবেক ফুটবল তারকা আহমেদ হোসাম মিদো।

ঘটনার পরপরই এক টুইটে মিদো বলেন, ‘যারা ফুটবল খেলা বুঝে তাদের সবার কাছে পরিষ্কার রামোস এটি ইচ্ছা করেই করেছে।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে যে কোনো খেলেয়াড় তার হাত সরিয়ে নিতে সক্ষম। কিন্তু রামোস সালাহর হাতকে ধরে রেখেছিল।’
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসেকে কাটিয়ে বল বের করে নিতে চান সালাহ৷ এই সময় রামোসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁধে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন মিশরীয় ফরোয়ার্ড৷

চলতি মৌসুমে ফর্মের মগডালে মোহাম্মদ সালাহ। তার ডানায় চড়েই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল লিভারপুল। তাকে ঘিরেই দীর্ঘ ১৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল অলরেডরা। সেই যাত্রায় বড়সড় ধাক্কা খেল তারা।

এদিকে সালাহ ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে হয়তো তার খেলার সৌভাগ্য হচ্ছে না।

চিকিৎসকরা বলেছেন, বেশ লম্বা সময় সালাহকে বিশ্রাম ও চিকিৎসা নিতে হবে।

যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানিয়েছে, মোহাম্মদ সালাহর কাধে যে ধরনের চোট লেগেছে তা সারতে সাধারণত ১২-১৬ সপ্তাহ লাগবে। তবে বিশ্বমানের চিকিৎসার কারণে হয়তো অতটা সময় নাও লাগতে পারে।

__________

patheo24,/105/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *