সড়ক দুর্ঘটনায় চার স্থানে পাঁচজনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় চার স্থানে পাঁচজনের প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সড়ক দুর্ঘটনায় চার স্থানে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় টাঙ্গাইল, মানিকগঞ্জ, নেত্রকোনা ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ: টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে জুয়েল রানা (৩৫) নামের এক যুবক প্রাণ হারান। গতকাল দুপুরে নেদুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল মিয়া উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজহার আলীর ছেলে। এ ঘটনায় আরো পাঁচজন হয়েছেন। মোটরসাইকেলে ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন জুয়েল।

মানিকগঞ্জ: ঘিওরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে বরঙ্গাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তেরশ্রীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিবুল হক (২২) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে শিক্ষার্থী ও দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঘিওর উপজেলার তেরশ্রীতে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আসিবুল। স্থানীয়রা তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা যান।

নেত্রকোনা: পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের বামনখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে মারা যান। গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলা আতকাপাড়ায় বামনখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ট্রাকচালক পলাতক।

চট্টগ্রাম: মিরসরাইয়ে লরির ধাক্কায় আবুল কালাম ওরফে গুন্নি (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *