পাথেয় রিপোর্ট : স্বাধীনতার ৪৭ বছরেও জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়নি। সময় এসেছে জনগণের মালিকানা বুঝে নেয়ার কথা বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণার আগে এ কথা বলেছেন তিনি।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা শুরু হয়। তার আগে ড. কামাল বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে জয়ী হলে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া হবে।
ড. কামাল বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ, তবে স্বাধীনতার ৪৭ বছরেও তাদের মালিকানা প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে ঐক্যফ্রন্টকে বিজয়ী করে দেশের মালিকানা বুঝে নিতে জনগণকে আহ্বানও জানালেন জোটের প্রধান।
দেশের মালিকানা বুঝে নিতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে বলেও আহ্বান জানান ড. কামাল।
তিনি বলেন, জনগণই হবে ক্ষমতার মালিক। দেশের মালিক হওয়ার জন্য লাখ লাখ মানুষকে জীবন দিতে হয়েছিল। সংবিধানে জনগণকে দেশের মালিকানা দেয়া হয়েছে। কিন্তু স্বাধীনতার ৪৭ বছরেও জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়নি। সময় এসেছে জনগণের মালিকানা বুঝে নেয়ার।
জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে জয়ী হলে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন ঐক্যফ্রন্টের প্রধান।