পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার পৃথক ছয় মামলায় জামিন পেয়েছেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া মতিঝিল থানার তিন মামলার শুনানি শেষে জামিন আদেশ দেন। এর আগে গত সপ্তাহেও পল্টন থানার তিন মামলায় তিনি জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করেন ডিবি পুলিশ। এরপর থেকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।