সিলেটে কোটি টাকার হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং মোহাম্মদপুর থেকে এককেজি হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছে পাওয়া হেরোইনের বর্তমান বাজারমূল্য এককোটি টাকা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতে হাজির করে পুলিশ।
গ্রেফতার তিনজন হলো– গোয়াইনঘাট থানার পশ্চিম লাখের পাড় গ্রামের আব্দুস শহীদের ছেলে আব্দুল মালিক লিটন (৩৫), ভাউরভাগ গ্রামের সুবল ব্যানার্জির ছেলে সোহেল ব্যানার্জি (৩০) ও গাইবান্ধার আলীরবাজার মাছের ভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুম আহমদ (২৯)।
এসব তথ্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ। তিনি জানান, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদে গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর এলাকার দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করা হয় এবং তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।